পরিবার আর প্রবাসী বন্ধুদের সঙ্গে সিঙ্গাপুরের বাড়িতেই দুর্গাপুজো ঋতুপর্ণার
এবার পুজোটা সিঙ্গাপুরে স্বামী, দুই সন্তান এবং প্রবাসী বন্ধুদের সঙ্গেই কাটালেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সিঙ্গাপুরে নিজের ফ্ল্যাটেই ঘরোয়াভাবে দুর্গাপুজো করতে দেখা গেল ঋতুপর্ণাকে।
সিঙ্গাপুরের ফ্ল্যাটে প্রবাসী বন্ধুদের সঙ্গেই দুর্গাপুজো উদযাপন করলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে পুজোর দিনগুলিতে ঐতিহ্যবাহী বাঙালি সাজেই সাজতে দেখা গেল অভিনেত্রীকে।
মহানবমীতেই সিঙ্গাপুরের ফ্ল্যাটে প্রবাসী বন্ধুদের সঙ্গে ঋতুপর্ণা।
এবার পুজোয় অভিনেত্রী যে কলকাতায় থাকতে পারছেন না, সেকথা অবশ্য Zee ২৪ ঘণ্টা ডিডিটালকে দেওয়া সাক্ষৎকারে আগেই জানিয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
মহানবমীতে ছেলে অঙ্কন ও মেয়ে ঋষণার সঙ্গে ঋতুপর্ণা। সঙ্গে দেখা গেল অভিনেত্রীর এক বন্ধুকেও।
সিঙ্গাপুরের ফ্ল্যাটে ঘরোয়াভাবে আয়োজিত দুর্গপুজোয় অভিনেত্রী মেয়ে ঋষণাকে কুমারী পুজোও করা হল।
মহানবমীতে অভিনেত্রীর পাশাপাশি তাঁর মেয়ে ঋষণা ও ছেলে অঙ্কনকেও দেখা গেল ট্রাডিশনাল পোশাকে।
দুর্গাপুজোটা সিঙ্গাপুরে কাটালেও কলকাতার পুজো তিনি ভীষণ 'মিস' করবেন বলে আগেই জানিয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত।