SS Rajamouli, Ram Charan, Junior NTR in Kolkata: `RRR-র সঙ্গে রয়েছে নেতাজির যোগাযোগ`, কলকাতায় এসে জানালেন রাজামৌলি,রাম চরণ,জুনিয়র এনটিআর
নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার সকাল সকাল কলকাতার ছোটে লাল কি ঘাটে হাজির ট্রিপল আর(RRR) ছবির পরিচালক এস এস রাজামৌলি, রাম চরণ ও জুনিয়র এনটিআর।
কলকাতায় এসে হাওড়া ব্রিজ দেখবেন না তা কি হতে পারে! গঙ্গার ঘাটে এসে হাওড়া ব্রিজকে সঙ্গে নিয়ে ফটোশুট করলেন তিন তারকা।
এই ছবির সঙ্গে রয়েছে নেতাজির যোগাযোগ। নেতাজি যেহেতু বাংলার তাই ছবির প্রচারে কলকাতায় এসেছেন তাঁরা।
ছবিতে জুনিয়র এনটিআর ও রামচরণ দেশপ্রেমীর চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে সেই চরিত্রদের প্রশংসা করেন নেতাজি।
রাম চরণের মতে, কলকাতায় আসতে বরাবরই ভালো লাগে। এর আগে ২০১৬ সালে নায়ক ছবির শুট করতে কলকাতায় এসেছিলেন তিনি। এই ঘাটেই তিনি শুট করেছেন তাই এই ঘাট নিয়ে রয়েছে নস্টালজিয়া।
জুনিয়র এনটিআর এক্সাইটেড এই ছবি নিয়ে। এই ছবিতে প্রচুর অ্যাকশন শুট করা হয়েছে। রাজামৌলির সঙ্গে ছবি করা রামচরণ ও জুনিয়র এনটিআরের কাছে দারুণ অভিজ্ঞতা।