এসএসসি প্রার্থীদের আন্দোলনের সমর্থনে মিছিলে হাঁটলেন বুদ্ধিজীবীরা
২৬ দিন অতিক্রান্ত। চাকরির দাবিতে প্রেস ক্লাবের সামনে অনশনে বসেছেন এসএসসির প্রার্থীরা। শিক্ষামন্ত্রীর আশ্বাসেও ওঠেনি সেই অনশন। সমস্যার জট কাটাতে পাঁচ জনের তদন্ত কমিটিও গড়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আন্দোলনকারীরা জানাচ্ছেন, সমস্ত দাবি না মেটা পর্যন্ত অনশন চলবে।
আজ এসএসসির প্রার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে বুদ্ধিজীবীদের তরফে একটি মিছিলের আয়োজন করা হয়। পাশাপাশি একটি সেচ্ছাসেবী সংস্থাও মিছিলের আয়োজন করে এদিন।
এদিন মিছিলে উপস্থিত ছিলেন রুদ্র প্রসাদ সেনগুপ্ত, তরুণ মজুমদার, পল্লব কীর্তনীয়া, পাপিয়া অধিকারী, সুশান্ত ঘোষ।
অন্যদিকে বিভিন্ন মহল থেকে আসছে সমর্থন বার্তা। মন্দাক্রান্তা সেন, শঙ্খ ঘোষ, সৌমিত্র চট্টোপাধ্যায়সহ অনেকেই সমর্থন জানিয়েছেন আন্দোলনকারীদের।
আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে আগামী দু'দিনের মধ্যেই নিজেদের সমস্ত অভিযোগ লিখিতভাবে পাঁচ সদস্যের তদন্ত কমিটির কাছে জমা দেবেন তাঁরা।