ফিল্মফেয়ারে চাঁদের হাট, বাংলা ছবির জয়জয়কার
'পরিণীতা' ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য পুরস্কৃত অভিনেত্রী শুভশ্রী। ছেলে ইউভানের হাতে তুলে দিলেন এই সম্মান।
নিজস্ব প্রতিবেদন: জমজমাট ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের চতুর্থ বছর। রেড কার্পেট থেকে ধামাকাদার পারফরমেন্স, সেরাদের শিরোপা প্রদান থেকে জীবনকৃতি সম্মানে ভরে উঠল মঞ্চ। আলো ঝলমল ফিল্মফেয়ারের রাত।
জীবনকৃতি সম্মানে সম্মানিত বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদার। সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, অরিন্দম শীল ও ইন্দ্রদীপ দাশগুপ্তর হাত থেকে পুরস্কার গ্রহণ করলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে সাতটি অ্যাওয়ার্ডের ছবি পোস্ট করলেন সৃজিত মুখার্জি। তাঁর পরিচালিত ছবি 'ভিঞ্চি দ্য', 'শাহজাহান রিজেন্সি' ও 'গুমনামি' বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত।
'নগরকীর্তন' ছবিতে অনবদ্য পারফরমেন্সের জন্য পুরস্কৃত ঋদ্ধি সেন নিজের সোশ্যাল মিডিয়া পেজে ফ্যানদের সঙ্গে শেয়ার করে নিলেন এই খবর।
'গুমনামি' ছবির জন্য পুরস্কৃত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁকে এই সম্মান প্রদান করলেন সৃজিত মুখোপাধ্যায়।
'জেষ্ঠ্যপুত্র' ছবির জন্য পুরস্কৃত কৌশিক গাঙ্গুলি। তাঁর হাতে পুরস্কার তুলে দিলেন নায়িকা কোয়েল মল্লিক।
পারফরমেন্সের মাধ্যমে মঞ্চে আগুন ঝরালেন সৌরসেনী, মধুমিতা ও ইশা।
তৃতীয় ফিল্মফেয়ারটি ঝুলিতে পুরলেন অতনু ঘোষ। 'রবিবার' ছবির জন্য এই পুরস্কার পেলেন পরিচালক।
নবীন প্রজন্ম নজর কাড়ল সকলের। মধুমিতা সরকার, ইশা সাহা ও সৌরসেনী মৈত্র ডিজাইনার পোশাকে মাত করলেন।
নায়িকারা রেড কার্পেট আলোকিত করলেন। শাড়িতে সাজলেন অপরাজিতা আঢ্য, জয়া এহসান। ওয়েস্টার্ন পোশাকে ধরা দিলেন কোয়েল মল্লিক।