অনির্বাণ-মধুরিমার রিসেপশন, হাজির সৃজিত-মিথিলা, অনুপম, রুদ্রনীল সহ তারকারা
২৬ নভেম্বর দীর্ঘদিনের বান্ধবী মধুরিমা গোস্বামীর সঙ্গে পরিণয়বদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেতা অনির্বাণ। বিয়ের পর শুক্রবার ২৭ নভেম্বর আয়োজিত হল অনির্বাণ-মধুরিমার রিসেপশন। রিসেপশনে সাদা কুর্তা পাঞ্জাবি, সঙ্গে নীল উত্তরীয়তে দেখা গেল অনির্বাণকে। অন্যদিকে স্লেট রঙের শাড়ি, সঙ্গে হলুদ ব্লাউজে সেজেছিলেন মধুরিমা। ছিল সিলভার রঙের ভারী গয়না। বিয়ের মতোই অনির্বাণ-মধুরিমার রিসেপশনের সাজও ছিল আড়ম্বরহীন।
সল্টলেকে ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে আয়োজিত হয়েছিল অনির্বাণ-মধুরিমার রিসেপশন। রিসেপশন স্থলটিকেও নাটকের স্টেজের আঙ্গিকে সাজিয়ে তোলা হয়েছিল।
শুক্রবার অনির্বাণ-মধুরিমার রিসেপশনে এসেছিলেম অনির্বাণের ফিল্ম ইন্ডাস্ট্রির বন্ধুরা।
অনির্বাণ-মধুরিমার রিসেপশনে রুদ্রনীল ঘোষ।
অনির্বাণ-মধুরিমার রিসেপশনে দেখা গেল পরমব্রত চট্টোপাধ্যায়ের বান্ধবী ইকা, অভিনেত্রী অনুষ্কা, গায়ক অনুপম রায়, অনুপমের স্ত্রী পিয়া চক্রবর্তীকে। (বাম দিক থেকে)
পর্দার 'খোকা'র রিসেপশনে হাজির 'খোকা'র মালিক পরিচালক সৃজিত মুখোপাধ্যায় সঙ্গে স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা।