চাঞ্চল্যকর পরিসংখ্যান, সচিন তেণ্ডুলকরের থেকে অনেকটাই এগিয়ে বিরাট কোহলি

Suman Majumder Wed, 31 Oct 2018-7:24 pm,

তুলনা অপ্রাসঙ্গিক। দুজনের ব্যাটিং ঘরানা দুই রকমের। তার উপর দুজনের ক্রিকেটীয় কেরিয়ার দুই সময়ের। অনেকে আবার বলেন, ওয়াসিম আক্রম, শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা, শেন বন্ডদের মতো বোলারদের খেলতে হয়নি বিরাটকে। তবে এইসব বাঘা বোলারদের সামলেছেন সচিন। তাই তুলান প্রসঙ্গে অনেকেই বিরাট কোহলি ও সচিন তেণ্ডুলকরকে টানতে চান না। 

মৌখিক তর্কের আর জায়গা রইল না বোধ হয়। ভারতীয় ক্রিকেটাকাশের দুই তারকা, বিরাট কোহলি ও সচিন তেণ্ডুলকর। দুজনেই একদিনের ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক টপকেছেন। সচিনের থেকে কম ইনিংস খেলে বিরাট এই রেকর্ড গড়েছেন। আর তার পর থেকেই অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় হলেও তুলনা আসছে। এরই মাঝে এক চাঞ্চল্যকর পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে। যা দেখলে আপনারাই বিচার করে নিতে পারবেন, ১০ হাজার রান গড়ার পথে কে সেরা! সচিন? নাকি বিরাট?

সেই পরিসংখ্যান যা বলছে- ওডিআই ক্রিকেটে ১০ হাজার করতে সচিন নিয়েছেন ২৫৯ ইনিংস। বিরাট সেখানে এই মাইলফলক ছুঁয়েছেন ২০৫ ইনিংসে। 

১০ হাজার রান গড়ার পথে সচিনের ব্যাটিং গড় ছিল ৪২.৬৩। বিরাটের সেক্ষেত্রে ৫৯.৬২।

২৮টি সেঞ্চুরি ও ৫০টি হাফ সেঞ্চুরি করেছিলেন সচিন। বিরাট সেখানে ১০ হাজার রান করতে ৩৭টি সেঞ্চুরি ও ৪৮টি হাফ সেঞ্চুরি করে ফেলেছেন।

টিমের জন্য করা সচিনের রান (শতাংশ) ১৯.৩। দশ হাজারের পথে দলের জন্য বিরাটের রান (শতাংশ) ২০.২।

১০ হাজার রান পূরণ করার পথে সচিন ৩৮টি ম্যাচে সেরা হয়েছেন। বিরাট সেখানে ৩০টি ম্যাচে সেরার পুরস্কার পেয়েছেন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link