ইয়াস মোকাবিলায় উপকূলে তৈরি রাজ্য-প্রশাসন, মোতায়েন নৌ-সেনা

Mon, 24 May 2021-1:44 pm,

নিজস্ব প্রতিবেদন: আরও এগিয়েছে ঘূর্ণিঝড় ইয়াস।   বুধবার সন্ধে নয়, দুপুরেই আছড়ে পড়তে চলেছে ইয়াস (Cyclone Yaas)। আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার সকাল ১০টা থেকে বেলা ১টার মধ্যে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। পারাদ্বীপ থেকে সাগরের মাঝে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা।

ইতিমধ্যে উপকূলে তৈরি নৌ সেনা।  বর্তমানে আন্দামানের পোর্টব্লেয়ার থেকে ৬০০ কিলোমিটার দূরে রয়েছে ইয়াস (Cyclone Yaas)। পারাদ্বীপ থেকে ৫৪০ কিলোমিটার, ওড়িশার বালাসোর থেকে ৬৫০ কিলোমিটার এবং দীঘা থেকে ৬৩০ কিলোমিটার দূরে অবস্থান করছে ইয়াস (Cyclone Yaas)। 

প্রশাসন যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ করছে বলে জানা গিয়েছে। জনমানব শূন্য করা হয়েছে দীঘা। চলছে নজরদারি। 

বাঁধ মেরামতির কাজ চলছে। সেই কাজে হাত লাগিয়েছে গ্রামের মানুষও। মাইকিং করা হচ্ছে উপকূল এলাকায়।

এক বছর আগের আমফানের  অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর জন্য কোমর বেঁধছে গ্রাম পঞ্চায়েত। ইতিমধ্যেই পুলিশ-প্রশাসন প্রস্তুতি নিতে শুরু করেছে।

 

জেলা স্তরে টিম তৈরি করা হয়েছে। থাকছে কন্ট্রোল রুম। প্রস্তুত রয়েছে  NDRF, দিঘায় রয়েছে সতর্কতা। খালি করা হচ্ছে উপকূল। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, বিধায়ক, জেলা শাসক সকলকে এগিয়ে আসতে হবে। মানুষের পাশে দাঁড়াতে হবে। 

 

পারাদ্বীপ ও সাগর এলাকায় মাটির বাড়িতে যাঁরা থাকেন, সেই সমস্ত বাড়ি ফাঁকা করা হয়েছে ইতিমধ্যে। দুই মেদিনীপুরেই বৃষ্টিপাত শুরু হয়েছে। 

ইতিমধ্যে কলকাতা পুরসভার থেকে উপকূলে পাঠানো হয়েছে ত্রিপল পানীয় জল। পাম্পিং স্টেশন চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link