SBI Recruitment 2024: বছরশেষে সুখবর! কয়েক হাজার চাকরি দেবে SBI, জাস্ট অ্যাপ্লাই...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বছরশেষে সুখবর! ক্লার্ক পদে কয়েক হাজার কর্মী নিয়োগ করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সম্প্রতি ব্যাঙ্ক কর্তৃপক্ষ SBI ক্লার্ক নিয়োগ ২০২৪ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
জানা গিয়েছে, মোট ১৩ হাজার ৭৩৫টি পদে নিয়োগ করবে ব্যাঙ্ক। আবেদন জানানোর শেষ তারিখ ৭ জানুয়ারি।
ব্য়াঙ্ক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৭ ডিসেম্বর থেকে আবেদন জমা দেওয়ার জন্য সাইট খুলে যাবে। এবং আবেদনের শেষ তারিখ- ৭ জানুয়ারি, ২০২৫।
আগামী বছরের ফেব্রুয়ারিতে প্রিলিমিনারি পরীক্ষা হবে। মূল পরীক্ষা হবে আগামী বছরের মার্চ বা এপ্রিলে। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। সংরক্ষণের ক্ষেত্রে সরকারি নিয়ম মেনেই বয়স নির্ধারিত হবে।
আবেদনকারীরা যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও বিষয়ে স্নাতকের ডিগ্রি থাকতে হবে। সাধারণ এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে ৭৫০ টাকা ফি বরাদ্দ করা হয়েছে। তবে এসসি, এসটিদের ক্ষেত্রে কোনও ফি দিতে হবে না।
ইতিমধ্যে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে (https://sbi.co.in/web/careers/current-openings) বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট লিঙ্ক থেকে সরাসরি আবেদন ও পিডিএফ ডাউনলোড করতে পারবেন আবেদনকারীরা। যেকোনও শাখার স্নাতক প্রার্থী আবেদন করতে পারবেন।