পরপর ৩ দিন, সরস্বতী পুজোতেও বাড়তি ছুটি ঘোষণা রাজ্যের
সুতপা সেন: টানা ৩ দিন ছুটি পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মীরা।
শনি ও রবিবার এমনতিতেই সরকারি অফিসে ছুটি।
তিথি অনুযায়ী, চলতি বছর শনি ও রবিবার সরস্বতী পুজো। সেই উপলক্ষে পরের দিন অর্থাত্ সোমবার ছুটি দেওয়া হল রাজ্যের সমস্ত সরকারি অফিসে।
রাজ্য সরকারের এই ঘোষণার ফলে টানা ৩ দিন অর্থাত্ শনি, রবি ও সোম ছুটি পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মীরা।
লক্ষ্মীপুজো, অষ্টমী ও আম্বেদকরের জন্মদিন চলতি বছর শনি ও রবিবার পড়েছে। ওই দিনগুলির বরাদ্দ ছুটি এবার আর নষ্ট হবে না।