বুলবুল বিধ্বস্ত এলাকায় কেন্দ্রের কাছে ২৩ হাজার কোটি টাকার ক্ষতিপূরণ দাবি রাজ্যের
সুতপা সেন: ঘূর্ণিঝড় বুলবুলের জেরে ক্ষয়ক্ষতির রিপোর্চ কেন্দ্রীয় সরকারকে পাঠাল রাজ্য সরকার। ওই রিপোর্টে ২৩ হাজার কোটি টাকারও বেশি ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা চিঠিতে জানিয়েছেন, বুলবুলে ২৩ হাজার ৮১১ কোটি টাকার ক্ষতি হয়েছে। ৫৯৭ কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে বিদ্যুতে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩৫ লক্ষ মানুষ। ৫ লক্ষ ১৭ হাজার ৫৩৫টি বাড়ি ভেঙে গিয়েছে।
২৩ হাজার ৮১১ কোটি টাকার ক্ষতি হয়েছে। সমপরিমাণ অর্থই কেন্দ্রের কাছে চেয়েছে রাজ্য সরকার।
উত্তর ২৪ পরগনার বসিরহাট ও দক্ষিণ ২৪ পরগনা নামখানা ও পাথরপ্রতিমার বুলবুল বিধ্বস্ত এলাকায় ঘুরে দেখেন ৯ জনের কেন্দ্রীয় প্রতিনিধি দল। আজ তাঁরা নবান্নে মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব ও বিপর্যয় মোকাবিলা দফতরের সচিবের সঙ্গে বৈঠক করেন। কেন্দ্রের ওই প্রতিনিধিদল দিল্লি ফিরে রিপোর্ট দেবে।
বুলবুল বিধ্বস্ত এলাকায় ৪ লক্ষ ৩৫ হাজার ত্রিপল বিলি করেছে রাজ্য সরকার। বণ্টন করা হয়েছে ৬.২ লক্ষ জলের পাউচ।