পাহাড়ের পর্যটকদের ভিড় সামলাতে নতুন বাস!

Fri, 24 Nov 2023-6:14 pm,

অয়ন ঘোষাল: পাহাড়ের পর্যটকদের ভিড় সামলাতে নতুন বাস!রোজ ভোরে একযোগে শিলিগুড়ি থেকে একটি এবং ধর্মতলা থেকে একটি বাস রওনা হবে গন্তব্যের উদ্দেশে। 

সেমি ডিলাক্স ৩৬ আসনের বাসে থাকছে ২X২ পুশ ব্যাক সিট। ফুট স্ট্যান্ড। মাথার ওপর পাখা। রিডিং ল্যাম্প। 

বাসে থাকছে জিপিএস ট্র্যাকার ও প্যানিক বাটন। বাসে বাজবে রবীন্দ্র সংগীতও। 

আপাতত মাথা পিছু ভাড়া ৬০০ টাকার কিছু কম। প্রকল্পের অগ্রগতি ও যাত্রীদের চাহিদা অনুযায়ী বাসের সংখ্যা বাড়বে বলে ইঙ্গিত পরিবহন মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তীর। 

৩৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে বারাসত, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, রায়গঞ্জ, ডালখোলা, কিষাণগঞ্জ হয়ে শিলিগুড়ি NBSTC বাস টার্মিনালে পৌঁছবে বাস। ফিরতি যাত্রাও একই রুট দিয়ে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link