`স্ট্যাচু অফ লিবার্টি` সরস্বতী ভাঙড়ে! উদ্বোধনে আরাবুল
নান্টু হাজরা: স্ট্যাচু অফ লিবার্টির আদলে সরস্বতীর মন্ডপ ভাঙড়ে। যার উদ্বোধন করেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম দুর্গাপুজো, কালীপুজোর পর এবার সরস্বতী পুজো করে তাক লাগিয়ে দিল ভাঙড়ের কুলবেড়িয়া গ্রাম।
নিউ টাউন লাগোয়া কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার কুলবেড়িয়া গ্রামে সরস্বতী পুজোর থিম হিসাবে আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টিকে বেছে নেওয়া হয়েছে। প্রায় ১৩০ ফুট মণ্ডপের ওপর সুবিশাল স্ট্যাচু অফ লিবার্টি মূর্তি।
গোটা মণ্ডপ জুড়ে লেজার রশ্মির খেলা। তার ভিতর সুসজ্জিতা বাগদেবী। সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন হিসাবে এই পুজোর আয়োজনে সামিল হন এলাকার হিন্দু-মুসলিম সহ সকল সম্প্রদায়ের মানুষ।
১৩ তম বর্ষে সবার নজর কাড়ল কুলবেড়িয়ার মাকালি সংঘ। বুধবার এই পুজোর উদ্বোধন করেন ভাঙড়-২ পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম ও তৃণমূল নেতা সাবির সেখ।
সাংসদ শুভাশিস চক্রবর্তী উদ্বোধনে আসতে না পারলেও শুভেচ্ছা জানিয়েছেন। প্রসঙ্গত, শনিবারই ISF ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়। অশান্ত ভাঙড়ের আঁচ এসে পড়েছিল ধর্মতলাতেও।