জনপ্রিয় প্রাক্তন আম্পায়ারের বিস্ফোরক স্বীকারোক্তি! `আমার জন্য ভারতীয় দল ম্যাচটা হেরেছিল`

Sun, 19 Jul 2020-2:05 pm,

১২৮টি টেস্ট ও ১৮১ ওয়ানডে ম্যাচ পরিচালনা করেছেন তিনি। কিন্তু আম্পায়ারিং জীবনের দুটি ভুলের আফসোস তাঁকে এখনও তাড়া করে বেড়ায়।

২০০৯ সালের মার্চে অবসর নেন আম্পায়ার স্টিভ বাকনর। ১১ বছর পর তিনি ওই দুটি ভুলের কথা স্বীকার করেছেন। তাঁর মধ্যে একটি ভুলের জন্য খেসারত দিতে হয়েছিল ভারতীয় দলকে

 

“২০০৮ সালের সিডনি টেস্টে আমি দুটি ভুল করেছিলাম। আমি ভুল করে অস্ট্রেলিয়ার একজন ব্যাটসম্যানকে আউট দিইনি। ও সেঞ্চুরি করেছিল। আমার দ্বিতীয় ভুলে পঞ্চম দিনে ভারত ম্যাচ হেরেছিল।”

বাকনেরর প্রথম ভুলে সেদিন ৩০ রানে বেঁচে গিয়েছিলেন অ্যান্ড্রু সাইমন্ডস। তিনি ১৬২ রানের ইনিংস খেলেছিলেন ওই ম্যাচে। সাইমন্ডসের বলেই পঞ্চম দিনে কট বিহাইন্ড হয়েছিলেন রাহুল দ্রাবিড়। তবে বল দ্রাবিড়ের ব্যাটে লাগেনি। বাকনার ভুল করে আউট দেন।

বাকনার বলেছেন, ''একটা টেস্টে দুটো ভুল করা আম্পায়ার তো আমি একা নই। অনেকেই হয়তো করেছেন। তবে ওই দুটো ভুলের আফসোস আমাকে আজও তাড়া করে।''

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link