Stock Market Crash: ভারতে ভূমিকম্প! নয়া ভাইরাস হানা দিতেই বাজার থেকে সরে গেল সাড়ে ৯ লক্ষ কোটি টাকা...

Mon, 06 Jan 2025-6:51 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেয়ার বাজারে বিরাট ধস। এক ধাক্কায় সাড়ে ৯ লক্ষ কোটি টাকা ক্ষতি। একধাক্কায় সেনসেক্স পড়েছে ১১০০ পয়েন্ট। ১ শতাংশেরও বেশি পড়ে গিয়েছে নিফটি। ১১০০ পয়েন্ট পড়ে সেনসেক্স পৌঁছেছে ৭৮,০৫৬-এ। নিফটি পড়ে পৌঁছেছে ২৩,৬০০-এ।

ভারতে হিউম্যান মেটানিউমোভাইরাসে (HMPV) আক্রান্তের ঘটনার খবর সামনে আসার পরই হুড়মুড়িয়ে নেমেছে পয়েন্ট।বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয়ের দিকে ঝোঁকার জেরে সেনসেক্স এবং নিফটি হু হু করে নামতে থাকে। 

বাজার খোলার পর থেকেই স্টক মার্কেটের প্রধান দুই সূচক সেনসেক্স ও নিফটি ৫০-র গ্রাফ হুহু করে নীচে নেমেছে। বেলা সাড়ে ১২টা নাগাদ দুই সূচকই কমেছে ১.২০ শতাংশের বেশি। 

সোমবার শেয়ার মূল্যে সবচেয়ে বেশি পতন হয়েছে টাটা স্টিলের। সংস্থার শেয়ার পড়েছে ৪.৪৮ শতাংশ। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের শেয়ের পড়েছে ৩.১৩ শতাংশ। 

পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়ার শেয়ার পড়েছে ৩.০৫ শতাংশ। ব্যাঙ্কের শেয়ারগুলিতে সবচেয়ে বেশি পতন লক্ষ করা গিয়েছে। ৩.৫২ শতাংশ পতন হয়েছে সরকারি ব্যাঙ্কগুলির শেয়ারের মূল্যের।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link