Rail Line Stolen: রেললাইনই উধাও! ঝোপ সরিয়ে উদ্ধার করল পুলিস

Sun, 09 Apr 2023-6:33 pm,

উধাও হয়ে যাচ্ছিল রেললাইন। বীরভূমের কাঁকরতলা থানায় ওই খবর আসার পরই সক্রিয় হয়ে ওঠে কাঁকরতলা থানা। ওসি সামিম খান  যোগাযোগ করেন অন্ডাল আরপিএফের সঙ্গে। 

 

খবর পেয়েই অন্ডাল রেল পুলিস কাঁকরতলা থানার সঙ্গে একটি যৌথ টিম গঠন করে। শুরু হয় অভিযান।

 

বহুদিন ধরেই অন্ডাল-পলাস্থলি রুটের কাঁকরতলা গ্রাম থেকে পলাস্থলি পর্যন্ত লাইনের পাত চুরি হচ্ছিল। কাঁকরতল থানার থেকে খুবর পেয়েই টনক নড়ে রেল পুলিসের।

 

যৌথ অভিযানে কাঁকরতলা থানার কৈথি গ্রামের একি ফাঁকা জায়গায় ঝোপের মধ্য়ে থেকে ৩০টি রেলের পাত উদ্ধার হয়। পাতগুলি হেফাজতে নেয় অন্ডাল রেলপুলিস। 

এদিকে, ওই পাত চুরির ঘটনায় সেখ আলতাব(২২) ও সেখ ইন্তাজ নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিস। তাদের বাড়ি কাঁকরতলা থানার কৈথি গ্রামে। ওই লোহা চুরির সঙ্গে আর কারা জডিতে তা খুঁজে বের করতে দুজনকে জেরা করেছে পুলিস।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link