Christmas Weather Update: বড়দিনের আবহাওয়া ভারী বৃষ্টি আর ঝড়ের কবলে! জানুন সব তথ্য...
মেক্সিকো উপসাগরে একটা সিস্টেম দেখা যাচ্ছে। এর ফলে আতঙ্কে রয়েছে বস্টন, নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া, ওয়াশিংটন।
এর জেরে ফ্লোরিডায় কোথাও ফ্ল্যাশফ্লাড, কোথাও ভারী বৃষ্টির আশঙ্কা।
ইস্ট কোস্ট বা পূর্ব উপকূল ধরে এগোবে এই সিস্টেম।
এর ফলে বেশ কিছু জায়গায় আবহাওয়ার অবনতি ঘটবে, আর তার জেরে মার খাবে ক্রিসমাস ট্যুর।
এর জেরে কলোরাডো বা নিউ মেক্সিকোয় ঘটতে পারে তুষারপাত। টেক্সাসে হতে পারে ভারী বৃষ্টি।
কেন এরকম ঘটতে পারে? পরিবেশ প্রকৃতির বৈপরীত্যই এর কারণ বলে মনে করা হচ্ছে। বলা হচ্ছে, এ হল এল নিনো এফেক্ট। এর জেরে ক্রমশ উষ্ণ হচ্ছে সমুদ্রস্তর।
ক্রিসমাসের আনন্দ কি তবে ব্যাহত হবে বিশ্ব জুড়ে?