আজ থেকেই প্রবল ঝড়-বৃষ্টি, টানা ৭ দিন তাণ্ডবের পূর্বাভাস
প্রীতম দে: শুক্রবার থেকে মঙ্গলবার টানা ঝড়-বৃষ্টির পূর্বাভাস। ২৪ থেকে ২৮ তারিখ পর্যন্ত কালবৈশাখীর পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর।
একদিকে উত্তরপ্রদেশ বিহারের ওপর নিম্নচাপ ঘূর্ণাবর্ত আর বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্পের আমদানি। ফলে তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ (কিউমুলোনিম্বাস)।
ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৩০ কিমির বেশি হওয়ার সম্ভাবনা । ৫০ কিমিও হতে পারে। ফলে কালবৈশাখীর সম্ভাবনাই প্রবল। জেনারেল ফোরকাস্ট এর পাশাপাশি তাৎক্ষণিক পূর্বাভাসের মাধ্যমে কয়েক ঘণ্টা আগেই ঝড়ের পূর্বাভাস দেওয়া হবে।
এপ্রিল মাসের শেষে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভবনা রয়েছে বঙ্গোপসাগরে। যার ফলে ঝড়বৃষ্টির সম্ভবনা বাড়ছে।
তবে এই ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কিনা সে নিয়ে এখনও কিছু বলছে না আলিপুর আবহাওয়া দফতর।