বায়ুসেনার মত্স্যজীবীদের উদ্ধারের ভিডিয়ো দেখেছেন, ছবি দেখলেও শিহরিত হবেন
দুর্গম জায়গায় উদ্ধারকার্য চালানো বায়ুসেনার জলভাত। তবে, এমন দৃশ্য যদি আমজনতার চোখে ধরা পড়ে, তা শিহরণ জাগাবে সন্দেহ নেই।
সিনেমার যে কোনও অভিযানই ফিকে এদের কাছে। জম্মু-কাশ্মীরে বায়ুসেনার দুঃসাহসিক অভিযানের সাক্ষী থাকলো গোটা নেট দুনিয়া।
ঘটনাটা কী? জম্মু-কাশ্মীরে তাওয়াই নদীর জলস্তর এক লহমায় বেড়ে যাওয়ায় আটকে পড়ে ৪ মত্স্যজীবী।
তাঁরা কোনও রকমে বাঁধের একটি অংশে আশ্রয় নেন।
তাঁদের চারপাশ দিয়ে জলের স্রোত বইছে রুদ্ধশ্বাসে।
তাঁদের চারপাশ দিয়ে জলের স্রোত বইছে রুদ্ধশ্বাসে।
মত্সজীবীদের আটকে পড়ার খবর পেতেই বায়ুসেনার একটি হেলিকপ্টার চলে আসে উদ্ধার করতে।
কপ্টারের কেবল বেয়ে নেমে আসেন এক জওয়ান।
এক এক করে মত্সজীবীদের কোমরে কেবল বেঁধে দেওয়া হয়।
তারপর তাঁদের উড়িয়ে নিয়ে নিরাপদ স্থানে পৌঁছে দেয় বায়ুসেনা।
এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়া ভাইরাল। সেনা কর্মীদের এই দুঃসাহসিকতা কুর্নিশ জানান নেটিজেনরা।