ইয়ে হ্যায় বোম্বাই মেরি জান...
বাণিজ্যনগরী- নামটা শুনলেই ব্যস্ত, ঘিঞ্জি এলকা, বস্তি এসব কথাই ভেসে ওঠে। ধনী-গরিব প্রতিদিন লড়াই চলছে এই শহরে। কিন্তু কখনও পাখির চোখ দিয়ে দেখেছেন কীভাবে এই শহরে গরিব-ধনী পাশাপাশি বসবাস করে?
মার্কিন ফোটোগ্রাফার জনি মিলার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন মুম্বইয়ে এভাবেই ধনী-গরিব বসবাস করছে পাশাপাশি।
‘আনইকুয়াল সিনস’ নামে একটি প্রোজেক্টে বিশ্বের বিভিন্ন প্রান্তের সমাজে অর্থনৈতিক শ্রেণিবিভাগ তুলে ধরেন চিত্রশিল্পী জনি মিলার।
অন্যান্য শহরের মতো মুম্বইতে ধনীদের অট্টলিকা ঘিরে বিছিয়ে রয়েছে গা ঘেঁষাঘেঁষি করে গরিবের বাড়ি। উপর থেকে বর্ণ বৈচিত্রে দেখতে সুন্দর লাগলেও শহরের হাল হকিত স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে এই ছবিগুলি।
কেনিয়া, দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকোতেও এমনই ছবি তুলে জনপ্রিয় হয়েছেন এই শিল্পী।
মুম্বইয়ে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, বান্দ্রা কুরলা কমপ্লেক্স, ধারাবি বস্তি, সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক এইসব এলাকার ছবি তুলেছেন মিলার।