Subhashree Ganguly | Raj Chakraborty: বেবিমুনে আদুরে ছবি রাজ-শুভশ্রীর, সমুদ্র সৈকতে মনোকিনিতে নজরকাড়া হবু মা...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিছুদিন আগেই দ্বিতীয় সন্তার আসছে, এই খবর শেয়ার করেছিলেন রাজ-শুভশ্রী। তার আগে বেবিমুনে বিদেশে পাড়ি দিয়েছেন তারকা দম্পতি।
জানা গেছে যে বেবিমুনে ইন্দোনেশিয়ার বালিতে গিয়েছেন তাঁরা।
চোখে সানগ্লাস, সমুদ্র সৈকতে সাদা-কালো মনোকিনিতে নজর কাড়লেন হবু মা, মনোকিনির সঙ্গে তিনি বেছে নিয়েছেন কালো নেটের স্রাগ।
রাজ-শুভশ্রীর সঙ্গে এই হলিডেতে রয়েছে ছোট্ট ইউভানও।
তবে শুভশ্রী নজর আটকে রাজের উপরেই। রাজের একটি ছবি পোস্ট করে লিখেছেন অভিনেত্রী।
হোটেলের পুলেও উষ্ণতা ছড়ালেন হবু মা, ফ্রেমবন্দি করলেন রাজ।
কেউ কেউ তাঁকে করিনাকে নকল করার কথা লিখলেও বাকি প্রায় সকলেই লিখেছেন শুভশ্রীকে অসাধারণ লাগছে।
তবে তাঁদের বেবিমুনের ছবি দেখেই বোঝা যাচ্ছে, মজায় কাটছে বেবিমুন।
মঙ্গলবার যে ছবি পোস্ট করেছিলেন শুভশ্রী, সেখানেই সুস্পষ্ট নায়িকার বেবিবাম্প।
ডিসেম্বরেই আসতে চলেছে রাজ-শুভশ্রীর দ্বিতীয় সন্তান।