LPG Subsidy: বড় ঘোষণা মোদী সরকারের, এই ধরনের রান্নার গ্যাসে লাফিয়ে বাড়ল ভর্তুকি
বুধবার বড়সড় ঘোষণা করল কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাসে ভর্তুকি বাড়ল একশো টাকা।
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর আজ বলেন, উজ্জ্বলা যোজনার রান্নার গ্যাসে আগে ভর্তুকি ছিল ২০০ টাকা। এবার তা বেড়ে হল ৩০০ টাকা। এমনটাই সিদ্ধান্ত হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভায়।
এবছর আগস্ট মাসেই রান্নার গ্যাসের ২০০ টাকা ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছিল সরকার। পাশাপাশি উজ্জ্বলা যোজনার গ্যাসেও ভর্তুকি করা হয়েছিল ২০০ টাকা।
গত মাসেই উজ্জবলা যোজনার পরিধি আরও বাড়ানোর কথা ঘোষণা করে কেন্দ্র। আগামী ৩ বছরে আরও ৭৫ লাখ সংযোগ দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার।
উজ্জ্বলা যোজনায় ১৪.২ কেজি একটি সিলিন্ডার নিতে গেল লাগবে ২২০০ টাকা। প্রথমবার রিফিল করার খরচ দেবে সরকার। পাশাপাশি দেওয়া হবে একটি ওভেনও।