যাত্রীবোঝাই চলন্ত বাসে হঠাৎ আগুন, মাঝরাস্তায় পুড়ে ছাই সিট-দরজা-জানালা
কেষ্টপুরের কাছে যাত্রীবোঝাই চলন্ত বাসে আগুন লাগে। গড়িয়া থেকে ডানকুনির দিকে যাচ্ছিল বাসটি। এই সময়ে কেষ্টপুরের কাছে হঠাৎই বাসটিতে আগুন ধরে যায়।
হঠাৎ এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। সবার প্রথমে আগুন নজরে আসে স্থানীয়দের। পাশের খাল থেকে জল তুলে তাঁরাই প্রথম আগুন নেভানোর কাজে হাত লাগায়।
এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। বেশ খানিকক্ষণের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে। অফিস টাইম হওয়ার কারণে বাসে ভিড় ছিল।
স্থানীয়দের সহায়তায় তাঁদের তাড়াহুড়ো করে বের করে আনা হয়। তবে যাত্রীদের বেশ কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে একজন গুরুতর জঘম হয়েছেন।
তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অফিস টাইমে হঠাৎই বাসে আগুন লেগে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে ভিআইপি রোডে। আপাতত গাড়ি যাতায়াত একমুখী রাখা হয়েছে।