`ভগ`-এর `কভার গার্ল` সুহানা, দেখুন ছবি
বেশকিছুদিন আগেই সুহানার ফটোশ্যুট করার খবর দিয়েছিলেন শাহরুখ পত্নী গৌরী খান। সেই খবর সত্যি করেই 'ভগ ইন্ডিয়া'র কভার গার্ল হিসাবে ফটোশ্যুট করলেন শাহরুখ কন্যা সুহানা।
সুহানার ফটোশ্য়ুট নিয়ে শাহরুখ বলেন, ''ভগ ইন্ডিয়ার কভার পেজে ফটোশুটের জন্য সুহানাকে বেছে নেওয়ায় গর্বিত তিনি। স্টার কিড হিসেবে সুহানাকে যেহেতু ভগের ফটোশুটের জন্য বেছে নেওয়া হয়েছে, তাই মেয়েরও উচিত এবার সেইভাবে কাজ করা। তাঁকে বেছে নিয়ে ভগ ইন্ডিয়া যে কোনও ভুল করেনি, তা প্রমাণ করার দায়িত্বও এবার সুহানার হাতে''
সুহানার 'ভগ ইন্ডিয়া'র মতো খ্যাতনামা ম্যাগজিনের কভার ফটোশ্যুট নিয়ে বলিউডে নতুন করে স্বজনপোষণ বিতর্ক দানা বেঁধেছে।
ভূমিকা ছেদ্দা নামে এক নবাগতা অভিনেত্রী টুইটারে শাহরুখ কন্যাকে একহাত নিয়ে বলেন, বলিউডে অনেক স্ট্রাগলিং অভিনেত্রী আছেন, যাঁরা যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক সুযোগই পান না। অথচ শুধুমাত্র শাহরুখের মেয়ে হওয়ার জন্যই যোগ্যাতা না থাকা সত্ত্বেও কেরিয়ারের প্রথমেই এতো বড় সুযোগ পেয়েছেন সুহানা।
ভূমিকা ছেদ্দার এই মন্তব্যের পরেই সোশ্যাল সাইটে অনেকেই সুহানাকে ট্রোল করতে শুরু করেন। ফটোশ্যুট করে রাতারাতি হাসির খোরাক হয়ে ওঠেন সুহানা। শাহরুখ কন্যাকে কেরিয়ার করতে বিন্দুমাত্র কষ্ট করতে হচ্ছে না, সেবিষয়ে খোঁচা মেরে একজন লিখেছেন 'শাহরুখ কন্য়কে যে স্ট্রাগল করতে হচ্ছে, তার নাম হল 'সুহানা সফর'।
সোশ্যাল মিডিয়ায় ট্রোল হওয়া নিয়ে সুহানা বলেন, '' বড়িতে তো সব ঠিকঠাকই থাকে। আসল লড়াইটা বাইরে। অনেকেই মনে করেন তাঁরা সকলেরই বিচার করতে পারে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়। এটা মেনে নেওয়া ভীষণ কঠিন। ''
সুহানার কথায়, '' আমি নিজেকে সব সময় বোঝানোর চেষ্টা করি সমালোচকরা সমালোচনা করবেই, এতে ভেঙে পড়লে চলবে না। আরও অনেক মানুষ আমার থেকে অনেক বেশি সমস্যার মধ্য দিয়ে যায়।''
ব্যক্তিগত বিকিনি ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন শাহরুখ কন্যা।