ভেঙে পড়ল বাড়ির অংশ! ফের আতঙ্ক ফিরল বৌবাজারে...
অয়ন ঘোষাল: খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন KMRCL-এর আধিকারিকরা।
অয়ন ঘোষাল: KMRCL-এর আধিকারিকদের দাবি, শহরে ভারী বৃষ্টি হয়েছে সোম-মঙ্গলবার। তাই চুন-সুরকির প্রলেপ দিয়ে তৈরি পুরনো দিনের মাটির টাইলস এর সানশেডের গোড়া আলগা হয়ে গিয়েছিল। সেটাই খসে পড়েছে।
অয়ন ঘোষাল: মেট্রোর কাজ বা কম্পনের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই বলেই জানান তাঁরা।
অয়ন ঘোষাল: ভাইব্রেশন মেজারিং মেশিন দিয়ে দুর্গা পিতুরি লেনের একাধিক বাড়ির নীচে কম্পন মেপে দেখানও তাঁরা।
অয়ন ঘোষাল: কম্পনের সহ্যমাত্রা ৩ রিখটার। সেখানে এই মুহূর্তে কম্পনমাত্রা ০.৮৭। কারণ, টানেল বোরিং মেশিন আগেই সরে গিয়েছে। আর টানেলের শূন্যস্থান কংক্রিট দিয়ে ভরাট করার কাজও প্রায় শেষ।
অয়ন ঘোষাল: স্থানীয় পুরপিতা বিশ্বরূপ দে, যাঁর কার্যালয় ৬সি বাড়ির ঠিক পাশেই, দাবি করেছেন, যেকোনো ঘটনা ঘটার পরেই KMRCL ব্যবস্থা নেয়। সেই ২০১৯ সাল থেকেই ঘটনা আটকাতে তাদের তরফে কোনও সতর্কতামূলক ব্যবস্থা চোখে পড়ে না!