আন্তর্জাতিক ক্রিকেটে কিংবদন্তি সুনীল গাভাসকারের ৫০ বছর পূর্তি; দেখুন গ্যালারি

Sat, 06 Mar 2021-12:47 pm,

সুনীল মনোহর গাভাসকার। ১৯৭১ সালের ৬ই মার্চ পা রাখেন আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায়। পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি ভারতের হয়ে অভিষেক ঘটান।

বিদেশ সফরে রওনা হওয়ার আগে।

কেরিয়ারের একদম শুরুর দিকে তরুণ সানি।

ইংল্যান্ডে খেলতে গিয়ে কুইন এলিজাবেথের সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দিচ্ছেন দলের অধিনায়ক অজিত ওয়াদেকর। 

ভারতের হয়ে ১০৮টি একদিনের ম্যাচ খেলেন সানি। শতরান একটি।

ওয়েস্ট ইন্ডিজের ভয়ানক বোলিং অ্যাটাকের সামনেও কোনোদিন হেলমেট পড়েননি তিনি। বেশীরভাগ সময়ে টুপিই পড়তেন, বড়জোর স্কাল ক্যাপ।

ভারতের হয়ে ৩৪টি শতরান ও ৪টি দ্বিশতরান করেন গাভাসকার। সর্বোচ্চ ২৩৬ রান করেন।

টেস্টে ১২৫টি ম্যাচে ১০১২২ রান করেন তিনি। গড় ৫১.১২।

ব্যাট হাতে একা ম্যাচের পর ম্যাচ তিনি ভারতকে হারের মুখ থেকে বাঁচিয়েছেন।

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে ধারাভাষ্যকার হিসেবে নিজের নতুন ইনিংস শুরু করেন। 

ভারতের প্রায় সব সিরিজেই ধারাভাষ্যকারদের প্যানেলে দেখতে পাওয়া যায় তাকে। আইপিএলেও চুটিয়ে কমেন্ট্রি করেন তিনি।

ক্রিকেট ধারাভাষ্যকার হিসেবেও একইভাবে সফল সুনীল গাভাসকার।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link