ছিলেন বাংলাদেশের কোচ, এবার হলেন বিরাটদের নির্বাচক প্রধান
মঙ্গলবারই বিসিসিআই-এর উপদেষ্টা কমিটি পাঁচ জন প্রার্থীকে নির্বাচকের ইন্টারভিউতে ডাকেন। মদন লাল, আরপি সিং এবং সুলক্ষণা নায়েক-এর উপদেষ্টা কমিটি বুধবার ইন্টারভিউতে ডাকেন - সুনীল যোশী, ভেঙ্কটেশ প্রসাদ, লক্ষ্ণণ শিবরামকৃষ্ণন, হরবিন্দর সিং এবং রাজেশ চৌহানকে।
বুধবার সুনীল যোশী, ভেঙ্কটেশ প্রসাদ, লক্ষ্ণণ শিবরামকৃষ্ণন, হরবিন্দর সিং এবং রাজেশ চৌহানের মধ্যে থেকে সুনীল যোশী এবং হরবিন্দর সিংকে বেছে নেন মদন লাল, আরপি সিং এবং সুলক্ষণা নায়েক-এর উপদেষ্টা কমিটি।
নির্বাচক হিসেবে এমএসকে প্রসাদ এবং গগণ খোদার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তাই এই দুটি পদের জন্য গত ১৮ জানুয়ারি বিজ্ঞাপণ দেয় বিসিসিআই।
উপদেষ্টা কমিটি নবনিযুক্ত নির্বাচকদের পর্যালোচনা করবেন এক বছর পর। উপদেষ্টা কমিটি আরও জানায় যে এমএসকে প্রসাদের বদলে এবার নির্বাচক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলাবেন সুনীল যোশী।
সুনীল যোশী এবং হরবিন্দর সিং যোগ দেবেন দেবাং গান্ধী, শরনদীপ সিং এবং যতীন পরঞ্জপের সঙ্গে যোগ দেবেন। এই তিন জনের মেয়াদকাল শেষ হবে এই বছরই।