সাতাশ বছর পর সুনীলের হাত ধরে এশিয়ান কুস্তিতে সোনা ভারতের
দেশের মাটিতেই ইতিহাস গড়লেন ভারতীয় কুস্তিগির সুনীল কুমার।
২৭ বছর পর এশিয়ান কুস্তিতে সোনা জিতলেন সুনীল।
নয়া দিল্লিতে ফাইনালে গ্রেকো-রোমানে ৮৭ কেজি বিভাগে কিরঘিস্তানের কুস্তিগিরকে ৫-০ তে কুপোকাত্ করে দেন সুনীল।
এর আগে ১৯৯৩ সালে পাপ্পু যাদব গ্রেকো রোমানে ৪৮ কেজি বিভাগে সোনা জিতেছিলেন।
করোনার আতঙ্কেই মঙ্গলবার থেকে নয়া দিল্লিতে শুরু হয়েছে এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপ।জাপান, কোরিয়া, চিন-তাইপের কুস্তিগিররা মুখে মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছেন।