Sunny Leone: বাড়িতে ৩ ছেলেমেয়ে নিয়ে গণেশ পুজো, বন্দনায় সানি

Mon, 13 Sep 2021-6:53 pm,

নিজস্ব প্রতিবেদন: মুম্বইয়ে গণেশ পুজোর আরাধনা নিয়ে আলাদা করে বর্ণনার নেই। মুম্বইয়ের বাকি সেলিব্রিটিদের মতোনই বাদ নেই Sunny Leone ও, নিজের পরিবার ও বন্ধুদের সঙ্গে গণেশ পুজো উদযাপনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। 

সানি লিওনি নেট দুনিয়াই সবসময় ডিমান্ডে থাকেন। Sunny Leone কে স্নিগ্ধ দেখাচ্ছে তাঁর পরনের বেগুনি স্যুটে, সঙ্গে সুন্দরও দেখাচ্ছে।

সানি লিওনি Ganesh Chaturthi তাঁর স্বামী Daniel Weber এর সঙ্গে উদযাপন করেন। 

 

Sunny Leoneকে তাঁর পরিবারের সঙ্গে গণেশ চতুর্থী  উদযাপনে বেগুনি আনারকলিতে দেখা গিয়েছে। ছবিতে তাঁর ছেলেমেয়েদেরকে হাত জোড় করে গণেশ পুজো করতে দেখা গিয়েছে। 

 

সাম্প্রতিক গণেশ পুজোর ফটো সিরিজে Sunny Leone কে  ক্লাসি দেখাচ্ছে।

Sunny Leone তাঁর শিশুদের নিয়ে কাটানো আনন্দের মুহূর্ত শেয়ার করেছেন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link