Aaveera যেন হুবহু Sunny Leone, অন্তর্জালে ভাইরাল ছবি
খোঁজ মিলল সানি লিওনের হমশকলের। মিকা সিংয়ের মিউজিক ভিডিয়োতে প্রথম দেখা মেলে সানির হমশকল আবীরা সিংয়ের। সেই আবীরা সিংয়ের ছবিই এবার ভাইরাল হতে শুরু করেছে সোশ্য়াল মিডিয়ায়
জনা যাচ্ছে, মিকা সিংয়ের যে মিউজিক ভিডিয়োতে আবীরা সিংকে দেখা যায়, সেখানে প্রথম সানি লিওনের শ্যুটের কথা ছিল। মিকার মিউজিক ভিডিয়োর জন্য সানির হাতে পর্যাপ্ত সময় ছিল না। সেই কারণে সানির জায়গায় নেওয়া হয় আবীরাকে। মিকার মিউজিক ভিডিয়োতে আবীরা প্রকাশ্যে আসার পরপরই তাঁকে নিয়ে শুরু হয়ে যায় জোর চর্চা
আবীরা সিংয়ের ইনস্টাগ্রাম হ্যান্ডেল লক্ষ্য করলেও দেখা যাবে, সানি লিওনের মতো সাজপোশাকেই ছবি শেয়ার করেন তিনি। এর আগে জখম নামে একটি পঞ্জাবি মিউজিক ভিডিয়োতে দেখা যায় আবীরা সিংকে
মিকার মিউজিক ভিডিয়োতে আবীরা সিংয়ের ছবি প্রকাশ্যে আসতেই, তাঁকে সানি লিওনের হমশকল বলে ডাকতে শুরু করেন নেট জনতা
সম্প্রতি ঐশ্বর্য রাই বচ্চনের হমশকল পাকিস্তানি আমনা ইমরানকে নিয়ে জোর শোরগোল শুরু হয়। পাকিস্তানি আমনা ইমরানের ছবি নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়ে যায় জোর চর্চা