জাঁকিয়ে শীত! এবার খালি গলায় ঘুরছেন কেন? মাফলারম্য়ান-কে প্রশ্ন ভক্তের
দিল্লিতে তিনি মাফলারম্যান নামেই জনপ্রিয়। রাজনৈতিক মহলে এই মাফলার নিয়ে তাঁকে বহুবার তীর্যক মন্তব্য শুনতে হয়েছে। কিন্তু তিনি কান দেননি। গলা, কান থেকে মাফলার সরাননি। বরং আরও আঁটোসাটো করে বেঁধেছেন মাফলার। তবে এবার অন্য ছবি। দিল্লিতে জাঁকিয়ে শীত পড়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবালের গলায় মাফলার নেই!
কেন তিনি এবার মাফলার ত্যাগ করেছেন! কারণ জানাননি কেজরিবাল। তবে তিনি জানিয়েছেন, তাঁর গলায় মাফলার উঠেছে অনেক আগেই। তবে ব্যাপারটি সবার নজর এড়িয়ে গিয়েছে। দিল্লিবাসীকে ঠাণ্ডায় সাবধান থাকার পরামর্শও দিয়েছেন কেজরি।
এক ভক্ত টুইটে তাঁকে প্রশ্ন করেছিলেন, এবার এখনও পর্যন্ত আপনার মাফলার গলায় ওঠেনি! ঠাণ্ডাও পড়েছে জাঁকিয়ে। ব্যাপারটা কী! জনতা জানতে চায়। ভক্তের কৌতুহল মিটিয়েছেন কেজরি। দিয়েছেন জবাব।
কেজরিবাল জবাবে লিখেছেন, ''আমার মাফলার বেরিয়ে পড়েছে। আপনারা খেয়াল করেননি। জাঁকিয়ে শীত পড়েছে এবার। সবাই সাবধানে থাকবেন।''
আম আদমি পার্টি প্রধান কেজরিবালের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে তাঁর মাফলার। কান, গলা মাফলারে ঢেকে আলাদা একটা স্টাইল স্টেটমেন্ট তৈরি করেছেন কেজরি। তবে এই নিয়ে কটাক্ষ করেছেন অনেকে। এমন হাইপ্রোফাইল একজন ব্যক্তির গলায় মাফলার বেমানান বলে জানিয়েছেন অনেক। কেজরি অবশ্য সেসবে কান দেননি।