ভারত-বাংলাদেশ ম্যাচের আগে যুবভারতীতে মিলেমিশে একাকার এপার-ওপার

Sukhendu Sarkar Tue, 15 Oct 2019-5:50 pm,

ভারত-বাংলাদেশ। 

ক্রিকেটের ময়দানে দুই প্রতিবেশি দেশ মাঝে মাঝে মুখোমুখি হলেও ফুটবলের ময়দানে তা সচরাচর হয় না। স্বাভাবিকভাবেই মঙ্গলবার যুবভারতীতে ম্যাচের ২ ঘণ্টা আগে থেকেই প্রবল উত্সাহে ফুটছেন দুই দেশের ফুটবলপ্রেমীরা।

ছবি সৌজন্যে: সুখেন্দু সরকার

একে ভারত-বাংলাদেশের মতো টান-টান উত্তেজনার ম্যাচ। তার উপর প্রায় ৮ বছর পর যুবভারতীতে খেলতে নামছে ভারতীয় ফুটবল দল। সন্ধ্যা সাড়ে ৭টায় যুবভারতীতে দুই দেশের লড়াইয়ের সাক্ষী থাকতে ইতিমধ্যেই হাজির হয়েছেন সমর্থকরা।

ছবি সৌজন্যে: সুখেন্দু সরকার

বিক্রি হয়ে গিয়েছে সব টিকিট। আর হবে নাই বা কেন? এমন সুযোগ কি বার বার আসে? ২০২২ কাতার বিশ্বকাপের যোগত্যা নির্ণায়ক পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ। দূর-দূরান্ত থেকে ইতিহাসের সাক্ষী থাকতে তাই হাজির হয়েছেন ফুটবলপ্রেমীরা। 

ছবি সৌজন্যে: সুখেন্দু সরকার

যুবভারতী প্রাঙ্গণে এখন কেবলই ভারত ও বাংলাদেশের পতাকার ভিড়। খেলার মাঠে যতই বিরোধ থাক, ম্যাচ শুরুর আগে গোটা যুবভারতী প্রাঙ্গণে যেন এক উত্সবের পরিবেশ। উত্সবের মরসুমের পর আরও একবার যেন আনন্দে মেতে উঠেছেন দুই দেশের মানুষ। 

ছবি সৌজন্যে: সুখেন্দু সরকার

ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগে যুবভারতী প্রাঙ্গণে ভারত-বাংলাদেশের পতাকা হাতে যেন সম্প্রীতির বার্তা দিলেন সমর্থকরা। ফুটবলের হাত ধরে যেন এক মৈত্রীর সুতোয় বাধা পড়ল দুই প্রতিবেশী দেশ। সব মিলিয়ে সুনীল ছেত্রী-জামাল ভুঁইয়ার টক্করের সাক্ষী থাকতে প্রস্তুত ফুটবলপ্রেমীরা।

ছবি সৌজন্যে: সুখেন্দু সরকার

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link