Supreme Court | Pregnant Person: `সুপ্রিম` পর্যবেক্ষণে `গর্ভবতী`র সংজ্ঞা বদলের `ঐতিহাসিক` দিগনির্দেশ!

Tue, 07 May 2024-6:19 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'গর্ভবতী' মহিলা নন, এক মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও আরও ২ বিচারপতির বেঞ্চ ব্যবহার করল 'গর্ভবতী ব্যক্তি' শব্দবন্ধটি। 

কারণ বেঞ্চের পর্যবেক্ষণ, অন্তঃসত্ত্বা যে কেবল শুধু মহিলারাই হতে পারেন এমন নয়, 'গর্ভবতী' হতে পারেন পুরুষও! 'গর্ভবতী' হতে পারেন একজন রূপান্তরকামীও।

যৌন হেনস্থার ফলে ১৪ বছরের এক কিশোরীর অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল। তার গর্ভপাত সংক্রান্ত মামলার শুনানি চলছিল সুপ্রিম কোর্টে। সেই গর্ভপাত সংক্রান্ত মামলার শুনানিতেই এই পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। 

তাই 'অন্তঃসত্ত্বা বা গর্ভবতী মহিলা' না বলে 'অন্তঃসত্ত্বা বা গর্ভবতী ব্যক্তি' বলার পক্ষপাতী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জেবি পারদিওয়ালা ও মনোজ মিশ্রের বেঞ্চ। 

যে পর্যবেক্ষণকে 'ঐতিহাসিক' বলেই মনে করছেন লিঙ্গসাম্যের অধিকার রক্ষা আন্দোলনের কর্মীরা। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link