নিষিদ্ধ ওষুধের তালিকা থেকে মুক্তি পেল স্যারিডন
নিষিদ্ধের তালিকায় চলে গিয়েছিল মাথা যন্ত্রণার অত্যন্ত জনপ্রিয় ওষুধ তালিকায়। পরে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয়। এবার শীর্ষ আদালতের রায়ে স্যারিডনের উপর থেকে উঠে গেল নিষেধাজ্ঞা।
গত বছর সেপ্টেম্বরে ৩২৮টি ওষুধকে নিষিদ্ধ করেছিল কেন্দ্রীয় সরকার। নিষিদ্ধ fixed dose combination ওষুধের তালিকায় ফেল হয়েছিল পিরামল এন্টারপ্রাইজের স্যারিডনকে।
ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় পিরামল এন্টারপ্রাইজ। মেলে স্থগিতাদেশ। ফলে স্যারিডনের উত্পাদন, বণ্টন ও বিক্রয়ে কোনও প্রভাব পড়েনি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ে নিষিদ্ধ তালিকা থেকে ছাড় পেল স্যারিডন।
পিরামল এন্টারপ্রাইজের এক্সিকিউটিভ ডিরেকটর নন্দিনী পিরামলের কথায়, ''ভারতীয়দের নিরাপদ ও কার্যকরী ওষুধ সরবরাহ করতে সংস্থা বদ্ধপরিকর। রায় আমাদের পক্ষে আসবে বলে আশাবাদী ছিলাম''।
পিরামল এন্টারপ্রাইজের দাবি, ৫০ বছর ধরে দেশের বহু মানুষের নির্ভরযোগ্য ওষুধ স্যারিডন। প্রতি সেকেন্ডে ৩১টি স্যারিডনের ট্যাবলেট বিক্রি হয়। দেশজুড়ে ৯ লক্ষ দোকান রয়েছে।