বাঙালির `সোফিয়া লরেন` সুপ্রিয়া দেবী
স্বর্ণযুগে তাঁর গ্ল্যামারের ছটায় মুগ্ধ হয়েছিল বাঙালি পুরুষকুল।
সুপ্রিয়া দেবীকে তুলনা করা হতো হলিউড অভিনেত্রী সোফিয়া লরেনের সঙ্গে।
সুপ্রিয়ার চাহনি, হাসি, ব্যক্তিত্বের সঙ্গে সফিয়ার অদ্ভূত মিল খুঁজে পেয়েছিলেন তাঁর ভক্তরা।
অনেকে আবার লিজ টেলরের সঙ্গেও তুলনা টানেন। সুচিত্রা সেনের পছন্দের অভিনেত্রী ছিলেন লিজ।
লিজ টেলরের চাহনির ও মুখের সঙ্গে নাকি মিল ছিল সুপ্রিয়া দেবীর।
পর্দায় তাঁর সাবলীল উপস্থিতি চোখ টানত।
ঋত্বিক ঘটকের 'মেঘে ঢাকা তারা' হোক বা সোনার হরিণ- সব চরিত্রকেই জীবন্ত করে তুলেছিলেন সুপ্রিয়া দেবী।
উত্তম-সুচিত্রা জুটির মাঝে উত্তর-সুপ্রিয়া জুটিও অক্ষয় থেকে যাবে বাংলার ছবির ইতিহাসে।
সুচিত্রার মতো উজ্জ্বল নক্ষত্রের উপস্থিতিতেও আলাদা করে বাঙালির হৃদয়ে দাগ কেটেছেন সুপ্রিয়া দেবী।
বাঙালি মেয়েদের স্বপ্নের পুরুষ উত্তম কুমারের হৃদয়ে পৌঁছেছিলেন সুপ্রিয়া।