গোটা আইপিএল থেকে ছিটকে গেলেন সুরেশ রায়না, তাড়াহুড়োয় দেশে ফিরলেন
ফের চেন্নাই শিবিরের জন্য খারাপ খবর। দলের অন্যতম অলরাউন্ডার সুরেশ রায়না গোটা আইপিএল থেকে ছিটকে গেলেন। তিনি তাড়াহুড়োয় দেশে ফিরে এসেছেন বলে ফ্রাঞ্চাইজির তরফে জানানো হয়েছে।
পেসার দীপক চাহার সমেত চেন্নাইয়ের মোট দশজন সদস্য করোনায় আক্রান্ত হয়েছিলেন। তার উপর রায়নার ছিটকে যাওয়া! একের পর এক খারাপ খবরে জেরবার চেন্নাই শিবির।
কেন রায়না ছিটকে গেলেন তা নিয়ে চেন্নাইয়ের তরফে খোলসা করে কিছু বলা হয়নি। শুধু জানানো হয়েছে, ব্যক্তিগত সমস্যার জন্য তাঁকে তড়িঘড়ি দেশে ফিরতে হয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রায়না। অর্থাত্, আইপিএল ছিল এখন তাঁর একমাত্র ভরসা ছিল। কিন্তু এবার সেটাও খেলতে পারছেন না রায়না।
গত কয়েক মাস ধরে চোটে জর্জরিত ছিলেন রায়না। তবে নিজেকে ফিট করে তুলেছিলেন আইপিএলের আগে। চেন্নাইয়ের জার্সি গায়ে পারফর্ম করতে মুখিয়ে ছিলেন মিস্টার আইপিএল। তবে এবার আর চিন্না থালাকে পাচ্ছে না চেন্নাই।