IPL 2019 : আর মাত্র একটা ক্যাচ! ইতিহাস গড়ার মুখে সুরেশ রায়না
তাঁকে অনেকেই মিস্টার আইপিএল নামে ডাকতে শুরু করেছেন। আইপিএল মানেই যেন সুরেশ রায়নার ধারাবাহিক পারফরম্যান্স শুরু।
আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহকারী রায়না। একটি সেঞ্চুরি ও ৩৫টি হাফ সেঞ্চুরির দৌলতে রায়নার রান ৫০৭০।
এখনও পর্যন্ত ১৭৯টি ম্যাচ খেলেছেন রায়না। তাতে ক্যাচ নিয়েছেন ৯৯টি।
আর একটি ক্যাচ নিলেই আইপিএলের ইতিহাসে প্রথম ফিল্ডার হিসাবে রায়না ১০০ ক্যাচ ধরবেন।
আজ মুম্বইয়ের বিরুদ্ধে নামবে চেন্নাই। চলতি আইপিএলে এখনও পর্যন্ত রায়নার পারফরম্য়ান্স ভালই। আজই কি তবে ইতিহাস গড়ে ফেলবেন রায়না?