জন্মদিনে আগুন ঝরাচ্ছেন সুরভিন চাওলা
একতা কাপুরের 'কহি তো হোগা' ধারাবাহিকের সেই নিষ্পাপ সেই 'কশিস'কে মনে আছে? সেই কশিসকে এই ছবিতে দেখলে হয়ত মেলাতেই পারবেন না।
সম্প্রতি 'হেট স্টোরি' ২ ফিল্মের বিকিনি অবতারে নজর কেড়েছেন 'কহিতো হোগা'র কশিস অর্থাৎ সুরভিন চাওলা।
সাম্প্রতিক কালে নেটফ্লিক্সে 'স্যাকরেড গেমস'ও দেখা গেছে সুরভিনকে।
গত ১ অগস্ট নিজের ৩৪ বছরের জন্মদিন সেলিব্রেট করছেন সুরভিন।
জন্মদিনের ছুটি কাটাতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ছুটি কাটাতে দেখা গেছে সুরভিনকে।
জন্মদিনের ছুটি কাটাতে গিয়ে আন্দামানের সমুদ্রে জলকেলি করতে দেখা গেছে সুরভিনকে। রঙবেরঙের বিকিনিতে বিভিন্ন পোজে ছবি তুলেছেন অভিনেত্রী।
সুরভিনের এই 'হটি নটি' ছবি তাঁর ভক্তদের মন কাড়বে তা বলাই বাহুল্য