সুশান্তকে খুন করা হয়েছে? খতিয়ে দেখবে AIIMS-এর ৫ সদস্যের ফরেন্সিক টিম
সুশান্ত সিং রাজপুতের ময়নাতদন্ত সংক্রান্ত সমস্ত বিষয় খতিয়ে দেখতে AIIMS-এর চিকিৎসকদের নিয়ে তৈরি ৫ সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয়েছে । সুশান্ত মামলায় তদন্তের সুবিধার জন্যই AIIMS (All india institute of medical sciences) কাছে সাহায্যে চেয়েছে CBI।
AIIMS (All india institute of medical sciences) ফরেন্সিক বিভাগের প্রধান ড: সুধীর গুপ্তা এবিষয়ে জানান, ''সুশান্ত হত্যা করা হয়েছে কিনা, সেবিষয়টি আমরা খতিয়ে দেখব। সম্ভাব্য সমস্ত কোণগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হবে। ''
AIIMS (All india institute of medical sciences) ফরেন্সিক বিভাগের প্রধান ড: সুধীর গুপ্তা আরও জানান, ''সুশান্তের শরীরে যে চোটগুলি ছিল সেগুলির ধরণ মূল্যায়ন করা হবে এবং সেগুলি অন্যান্য তথ্য প্রমাণের সঙ্গেও মিলিয়ে দেখা হবে।''
ড: সুধীর গুপ্তা আরও জানান, সুশান্তের ভিসেরা আবারও AIIMS-এর পরীক্ষাগারে পরীক্ষা করা হবে। সুশান্তকে অ্যান্টি ডিপ্রেশনের ওষুধ দেওয়া হত কিনা, তাও খতিয়ে দেখা হবে।
জানা যাচ্ছে, CBI-এর তরফে সুশান্তের ময়নাতদন্ত সংক্রান্ত সমস্ত কাগজ, ভিডিয়োগ্রাফ, অন্যান্যা মেডিক্যাল রিপোর্ট, ভিসেরা রিপোর্ট ও সংরক্ষিত ভিসেরা সবই AIIMS- ফরেন্সিক টিমের হাতে তুলে দেওয়া হবে।
AIIMS-এর চিকিৎসকদেক ৫ সদস্যের দলটি ঘটনাস্থল ঘুরে দেখারও কথা রয়েছে।
এদিকে মুম্বইয়ের সান্তাক্রুজ এয়ারফোর্স ট্রান্সিটে যেখানে CBI আধিকারিকরা রয়েছেন, সেখানে ইতিমধ্যেই একটি ফরেন্সিক দল এসে পৌঁছেছে বলে ANI সূত্রে খবর। তবে সেই দলটিই AIIMS-থেকে আসা ফরেন্সিক দল কিনা তা স্পষ্ট নয়।