১৫ কোটি, ৬০ লক্ষ, মৃত্যুর আগেই সুশান্তের অ্যাকাউন্ট থেকে গায়েব টাকা
সুশান্তের অ্যাকাউন্ট থেকে পরপর ট্রান্সফার করা হয় বড় অঙ্কের অর্থ
সুশান্তের অ্যাকাউন্ট থেকে প্রথমে ১৫ কোটি সরানো হয়। তবে সুশান্তের অ্যাকাউন্ট থেকে ওই অর্থ রিয়ার অ্যাকাউন্টে যায়নি বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে জানানো হয়। সুশান্তের অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি কোথায় গেল, তা নিয়ে এখনও ধ্বন্দে রয়েছে ইডি। প্রসঙ্গত সুশান্তের বাবা অভিযোগ করেন, রিয়া চক্রবর্তীই সুশান্তের অ্যাকাউন্ট থেকে না বলে ১৫ কোটি সরিয়েছেন
সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের তরফে দাবি করা হয়, সুশান্তের অ্যাকাউন্ট থেকে ৬০ লক্ষ সরানো হয়। চেক এবং এটিএম কার্ড ব্যবহার করে তোলা হয় ওই অর্থ
কে সুশান্তের অ্যাকাউন্ট থেকে একবারে ওই বড় অহ্কের অর্থ তুলে নেন, তা এখনও জানা যায়নি
রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাই সৌভিক চক্রবর্তীকে ইতিমধ্যেই ইডির তরফে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে