সুশান্তের মৃত্যু নিয়ে বিস্ফোরক দাবি, হুমকির মুখে নিরাপত্তা চেয়ে ট্যুইট অভিনেতার বন্ধুর!
১৩ জুন অর্থাত মৃত্যুর আগের দিন সুশান্তের ব্যান্দ্রার চার্টার রোডের ফ্ল্যাটে ৫-৬ জন হাজির হয়েছিলেন। সম্প্রতি এমনই দাবি করেন প্রয়াত অভিনেতার বন্ধু গণেশ হিবরকর। গণেশের ওই দাবির পরই ফের জোর শোরগোল শুরু হয়ে যায়। ওই ঘটনার পর থেকেই নাকি গণেশ হিবরকরকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে। এমনই অভিযোগ করেন সুশান্তের বন্ধু। গণেশ হিবরকরের পাশাপাশি সুশান্তের প্রাক্তন কর্মী অঙ্কিত আচার্যকেও নাকি হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ
সুশান্তের মৃত্যু আগের দিন কী হয়েছিল এবং সেখানে কেন ৫-৬ জন হাজির হয়েছিলেন, সে বিষয়ে বিস্ফোরক দাবির পাশাপাশি গণেশ আরও বলেন, দিশার মৃত্যু নিয়ে সব রহস্য জানতেন কাই পো চে অভিনেতা। দিশার মৃত্যু কীভাবে হয়েছিল, তা সংবাদমাধ্যমের সামনে প্রকাশ করতে চেয়েছিলেন। সুশান্তের বন্ধু সন্দীপ সিংয়ের ঘনিষ্ঠ এক ব্যক্তি তাঁকে এই কথা জানান বলেও দাবি করেন গণেশ হিবরকর।
সুশান্তের মৃত্যু নিয়ে গণেশের ওই বিস্ফোরক দাবি প্রকাশ্যে আসার পর থেকেই তাঁকে একের পর এক হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। ওই হুমকির পরই গণেশ হিবরকর পালটা ট্যুইট করেন। তিনি এবং অঙ্কিত নিরাপত্তা চান বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অজয় দেবগণ, অক্ষয় কুমার-সহ একাধিক ব্য়াক্তিকে নিজের ওই ট্যুইটে ট্যাগ করেন
গণেশ হিবরকরের ওই ট্যুইট সামনে আসার পরই তা ভাইরাল হয়ে যায়। এমনকী, সুশান্তের বন্ধু যাতে নিরাপদে থাকেন, সে বিষয়ে তাঁকে সমর্থনও করেন প্রয়াত অভিনেতার অনুরাগীরা
যা দেখে প্রত্যেককে ধন্যবাদ জানান গণেশ হিবরকর। এদিকে রিয়া চক্রবর্তীর সঙ্গে মাদক চক্রের যোগ রয়েছে। এই অভিযোগ প্রকাশ্যে আসার পর তা এবার নস্যাত করে দেন অভিনেত্রীর আইনজীবী। প্রয়োজনে রিয়া রক্ত পরীক্ষা করাতেও রাজি বলে আইনজীবী সতীশ মানশিন্ডের তরফে দাবি করা হয়।