স্নানঘরের ছবি পোস্ট করে নেটদুনিয়ায় ঝড় তুললেন Sushmita Sen-র ভাতৃবধূ
ফের একবার নেটদুনিয়ায় ঝড় তুললেন সুস্মিতা সেনের ভাতৃবধূ চারু আসোপা। নেটদুনিয়ায় স্নানঘরের ছবি পোস্ট করেছেন চারু।
ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে বাথটাবে স্নান করতে দেখা যাচ্ছে অভিনত্রীকে। বাথটাবের জল সাবানের ফেনায় ভরা। ছবি পোস্ট করে চারুর ক্যাপশান 'Bubbles bubbles everywhere'
২০১৯-র জুন মাসে সুস্মিতা সেনের ভাই রাজীব সেনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন টেলি অভিনেত্রী চারু আসোপা।
২০২০র সেপ্টেম্বরের দিকে রাজীবের সঙ্গে চারুর সম্পর্কের অবনতির খবর প্রকাশ্যে আসতে শুরু করে। এমনকি তাঁদের বিবাহবিচ্ছেদ হতে পারে বলেও শোনা যাচ্ছিল।
পরে অবশ্য নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে ফের একসঙ্গেই থাকছেন চারু ও রাজীব। এই মুহূর্তে তাঁরা গোয়ায় ছুটি কাটাচ্ছেন।