Asansol: থানাতে তৃণমূল ব্লক সভাপতির জন্মদিন উদযাপন! তুমুল কটাক্ষ শুভেন্দুর...
বাসুদেব চট্টোপাধ্যায়: মালদা কালিয়াচকের পর এবার ফের বিতর্ক আসানসোলের বারাবনিতে। বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূলের বারাবনী ব্লক সভাপতি অসিত সিংহ এর জন্মদিন পালন ঘিরে বিতর্ক।
নাম না করে এই বিতর্ক তুলে দিয়ে গেলেন খোদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার সন্ধ্যায় বারাবনির নুনীতে একটি কালি পুজোর উদ্বোধন করতে এসে শুভেন্দু অধিকারী বলেন, 'শাসকদলের ব্লক সভাপতির জন্মদিন পালন হচ্ছে থানাতে। বারাবনি থানার আইসি না ওসি মিস্টি কেক খাওয়াচ্ছেন।'
তিনি আরও বলেন, 'আমি নাম বলে হিরো করতে চাইনা, এরা জিরো।' যদিও এই প্রসঙ্গে বারাবনি তৃণমূল ব্লক সভাপতি তথা বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ এই অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি থানায় কোনও জন্মদিন পালন হয়নি।
প্রসঙ্গত, দিন কয়েক আগে মালদায় তৃণমূল বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে কালিচকের আইসির উপস্থিতি ঘিরে বিতর্ক দেখা দিয়েছে।
এবার খোদ থানার মধ্যে শাসকদলের নেতার জন্মদিন পালন করেছেন এই অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি। আর এই ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে।