নেকড বাইকের বাজারে বাড়ল প্রতিযোগিতা, লঞ্চ হল Suzuki Gixxer 250

Fri, 09 Aug 2019-7:09 pm,

লঞ্চ হল Suzuki Gixxer 250। চলতি বছর মে মাসেই প্রকাশ্যে আসে Suzuki Gixxer SF 250। সেই বাইকেরই নেকড্ সংস্করণ এই বাইক। ভারতের বাজারে এখন নেকড্ বাইকের চাহিদা তুঙ্গে। মাসকুলার লুকসের এই বাইক যথেষ্ট জনপ্রিয় হবে বলে মনে করা হচ্ছে। 

Suzuki Gixxer 250-এ রয়েছে সম্পূর্ণ এলইডি হেডল্যাম্প এবং টেল লাইট। ব্রেকিং এবং সুরক্ষায় এই বাইকে রয়েছে ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল এবিএস (ABS)।

Suzuki Gixxer 250-এ থাকছে ২৪৯ সিসির সিঙ্গল সিলিন্ডার, অয়েল কুলড, ফুয়েল ইঞ্জেক্টেড ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে ২৬ বিএইচপি (bhp) শক্তি আর ২২.৬ এনএম (Nm) টর্ক পাওয়া যাবে। 

এই বাইকে থাকছে ৬ স্পিড গিয়ার বক্স। সংস্থার দাবি, প্রতি লিটারে ৩৮.৫ কিলোমিটার মাইলেজ দেবে Suzuki Gixxer 250।

ভারতে Suzuki Gixxer 250-এর দাম ১.৬ লাখ টাকা (এক্স-শোরুম, দিল্লি)। ভারতের বাজারে Yamaha fz 250, KTM Duke 250-কে টক্কর দেবে Suzuki Gixxer 250।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link