Legend-কে ফেরাচ্ছে Suzuki, নতুন Hayabusa আসছে

Sat, 30 Jan 2021-4:57 pm,

Legend-কে আবার ফিরিয়ে আনছে Suzuki. ফিরছে Hayabusa. ইতিমধ্যে নতুন লুক-এর Hayabusa-র একটি ভিডিয়ো শেয়ার করেছে সুজুকি।

এমনিতেই সুজুকির এই লেজেন্ড মডেল জনপ্রিয়। ২০০৪ সালে Dhoom সিনেমায় Hayabusa-তে সওয়ার হয়েছিলেন জন আব্রাহাম। তার পর থেকেই এই মোটরসাইকেলের চাহিদা এদেশে তুঙ্গে। 

BSVI ভ্যারিয়েন্ট আসার পর Hayabusa-র উত্পাদন বন্ধ করেছিল সুজুকি। ততদিনে অবশ্য ভারতে Hayabusa-র সব মোটরসাইকেল বিক্রি হয়ে গিয়েছিল। এমনকী, ইউরোপেও Hayabusa-র উত্পাদন বন্ধ করে দিয়েছিল Suzuki.

কিন্তু বাইকপ্রেমীদের অনুরোধের দাম দিল সুজুকি। নতুন লুক-এ ফিরছে Suzuki Hayabusa. এরই মধ্যে নতুন Hayabusa-র টিজার ভিডিয়ো প্রকাশ করেছে সুজুকি।

 

ইলেকট্রনিক সাসপেনশন, ইলেকট্রনিক্স সুট, কর্নারিং এবিএস, ট্রেকসন কন্ট্রোল সিস্টেম আরও জোরদার করে ফিরছে Hayabusa. 

আগের জেনারেশন-এর হায়াবুসায় ছিল লিকুইড কুলড, ইনলাইন ফোর সিলিন্ডার 1,340 cc ইঞ্জিন। 9,500 আরপিএম-এ 197 বিএইচপি ও 7,200 আরপিএমে 155 এনএম পিক টর্ক ছিল। 2.74 সেকেন্ডে 0-100 কিমি প্রতি ঘণ্টার গতি তুলতে পারত। সর্বোচ্চ গতি ছিল 299 কিমি/ঘণ্টা। 1999 সালে লঞ্চ হওয়ার পর থেকেই হায়াবুসা ছিল জনপ্রিয়তার তুঙ্গে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link