স্বপ্ন সত্যি! দেশকে সোনা জেতালেন বাংলার মেয়ে স্বপ্না বর্মন

Wed, 29 Aug 2018-7:32 pm,

জাকার্তায় এশিয়ান গেমসে সোনা জিতলেন বাংলা মেয়ে স্বপ্না বর্মন। মেয়েদের হেপ্টাথলনে সোনা জিতলেন সোনার মেয়ে।

শট পাট, হাই জাম্প ও জাভেলিন থ্রোয়ে প্রথম হন স্বপ্না। লং জাম্পে দ্বিতীয়। তবে সব মিলিয়ে ৬০২৬ পয়েন্ট নিয়ে স্বপ্না সোনা জেতেন।

এশিয়ান গেমসের ইভেন্টে নামার আগে অসহ্য দাঁতে ব্যাথায় কষ্ট পাচ্ছিলেন জলপাইগুড়ির মেয়ে স্বপ্না। তবে তার পরও তিনি হাল ছাড়েননি।

এক বিরল রোগ নিয়ে জন্মেছিলেন। তাঁর দুই পায়ে ছটা করে আঙুল। শারীরীক এই বাধা কাটিয়ে তিনি নিজেকে আর পাঁচজন অ্যাথলিটের মতোই তৈরি করেছেন। অদম্য ইচ্ছাশক্তি ও অধ্যবসায়ের সাহায্যে। 

এশিয়ান গেমস শুরুর আগে পিঠের যন্ত্রণার জন্য বেশ কিছুদিন তাঁকে বিশ্রামে কাটাতে হয়। যদিও সেই বিশ্রামটাই তাঁকে শারীরীক ও মানসিক দিক থেকে চনমনে করে তুলেছিল।

গত বছর জলাইয়ে ভুবেনশ্বরে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন স্বপ্না। তার পর থেকেই ভারতীয় ক্রীড়াজগতে তাঁকে নিয়ে হইচই পড়ে যায়।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link