ক্যামেরার সামনে আচমকা জুতো খুলে ফেললেন স্বরা, ভাইরাল অভিনেত্রীর কীর্তি
আইফার সবুজ কার্পেটে হাজির হয়ে স্বরা ভাস্কর কি করলেন জানেন!
সবুজ কার্পেটে হাঁটার সময় আচমকাই নিজের জুতো খুলে ফেলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর
পায়ে যন্ত্রণা হচ্ছে, সেই কারণেই হাই হিল জুতো খুলে ফেলেছেন, এমনই জানান স্বরা
কোনওদিনই হাই হিল পরে বেশিক্ষণ হাটাহাটি করতে পারেন না, বেশিক্ষণ থাকতে পারেন না, আইফাতে গিয়েও তাঁর সেই একই হাল হয় বলে জানান স্বরা ভাস্কর
'ভিরে দি ওয়েডিং'-এ শেষ দেখা গিয়েছিল স্বরা ভাস্করকে
'ভিরে দি ওয়েডিং'-এ স্বরার সঙ্গে ছিলেন করিনা কাপুর খান, সোনম কাপুর, শিখা তালসানিয়া, নীনা গুপ্তা এবং সুমিত ব্যাস