Swastika Mukherjee: খোঁপায় রক্তজবা, ফ্যাশনিয়েস্তা স্বস্তিকায় মুগ্ধ নেটপাড়া
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বুদ্ধিমত্তা ও সৌন্দর্যের প্রতীক টলিউডের জনপ্রিয় নায়িকা স্বস্তিকা মুখোপাধ্যায়।
স্বস্তিকার অভিনয়ে যেমন মুগ্ধ দর্শক, সেরকমই মুগ্ধতা রয়েছে তাঁর স্টাইল ও ফ্যাশন সেন্স নিয়ে।
মঙ্গলবার ফের স্টাইলে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন স্বস্তিকা। বেল জুঁই বা গোলাপ নয়, মাথায় খোঁপায় তিনি দিয়েছেন লাল জবা।
কালো শাড়ির সঙ্গে খোঁপায় জবা ফুলের কম্বিনেশনে মুগ্ধ নেটপাড়া। কমেন্ট বক্সে তাঁর অনুরাগীরা কেউ লিখেছেন সুন্দরী, কেউ লিখেছেন জাঁকজমক, কেউ লিখেছেন ব়্যাভিশিং।
কিছুদিন আগেই ধুতি পাঞ্জাবী পরে স্বস্তিকা উঠে এসেছিলেন চর্চার কেন্দ্রবিন্দুতে। তবে শুধু ফ্যাশনই নয়, সম্প্রতি ক্রিমিনাল জাস্টিস সিজন থ্রি-এ স্বস্তিকা মুখোপাধ্যায়ের অভিনয়ও নজর কাড়ছে সর্বভারতীয় দর্শকের।