Swastika Mukhejee | Srijit Mukherji: ‘যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আমারও একটা চাই’, প্রকাশ্যেই সৃজিতের কাছে আবদার স্বস্তিকার...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একসময় স্বস্তিকা মুখোপাধ্যায়ের প্রেমে পড়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়। সেই খবরেই সরগরম ছিল টলিউড।
শোনা যায়, স্বস্তিকার সঙ্গে সময় কাটাতে পরিচালক কলকাতা থেকে শান্তিনিকেতনও চলে গিয়েছিলেন। সেসময় শান্তিনিকেতনে শ্যুট করছিলেন নায়িকা।
তবে সেই সম্পর্ক স্থায়ী হয়নি। জাতিশ্বর মুক্তির পরে সম্পর্কে ফাটল ধরে। এমনকী ছবির প্রচারে দেখা যায়নি নায়িকাকে।
তবে এর কিছু বছর পরে সেই বিচ্ছেদ মিলে ফের তাঁরা এক হন। সৃজিতের শাহজাহান রিজেন্সি ছবিতে মৃণালিনীর চরিত্রে নজর কাড়েন স্বস্তিকা।
সৃজিত জানিয়েছিলেন সেই সময়, স্বস্তিকার কথা ভেবেই সেই চরিত্র লেখেন তিনি। স্বস্তিকাও রাজি হয়ে যান। তাঁদের মধ্যে এখন বন্ধুত্বের সম্পর্ক।
সেই বন্ধুত্বের খাতিরেই সৃজিতের কাছে আবদার করেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় সৃজিতের পোস্ট দেখেই কমেন্ট করেন স্বস্তিকা।
বিরসা দাশগুপ্তের সঙ্গে একটি পার্টিতে ছবি পোস্ট করেন সৃজিত। সেখানে সৃজিতের পরনে একটি সাদা কালো কার্টুন প্রিন্টের কুর্তা। তা দেখেই স্বস্তিকা লেখেন, ‘এটা কী আবোল তাবোল জামা? যদি হ্যাঁ হয়, তাহলে আমারও একটা চাই’।