অন্তর্বাস দেখানো কি খুব দরকার? ট্রোলের মোক্ষম জবাব স্বস্তিকার

Fri, 21 Aug 2020-9:47 pm,

খুব শীঘ্রই হইচই-এ আসছে স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত 'তাসের ঘর'। সম্প্রতি, প্রকাশ্যে আনা হয়েছে 'তাসের ঘর'-এর পোস্টার। যেখানে সুজাতার ভূমিকায় স্বস্তিকার ব্রা এর স্ট্র্যাপ দেখা যাচ্ছে।

'তাসের ঘর'-এর পোস্টার প্রকাশ্যে আসার পরপরই কিছু লোকজন সোশ্যাল মিডিয়ায় তাঁকে ফের ট্রোল করতে শুরু করেন।

এক ব্যক্তি স্বস্তিকাকে আক্রমণ করে লেখেন, ''খুব জানতে ইচ্ছে করছে, পরিচালক কেন পোস্টারে ব্রা-এর স্ট্র্যাপ দেখালেন? তাহলে কি ধরে নেব, গল্পের সঙ্গে এর কোনও যোগ রয়েছে!'' আবার কেউ লিখেছেন, ''তোমার কালো অন্তর্বাস, আমি ভীষণ হতাশ!''

কিছু নেটিজেন অবশ্য মন্তব্য করেছেন, ২০২০তে দাঁড়িয়ে এধরনের কমেন্ট করার কোনও মানেই হয়না, এটা শুধুমাত্র লাইমলাইটে থাকার জন্য কমেন্ট। কেউ আবার আক্রমণকারীর উদ্দেশ্যে লিখেছেন, আপনি কি প্রথম এই ছবিতে ব্রা স্ট্র্যাপ দেখলেন?

স্বস্তিকা মুখোপাধ্যায় অবশ্য এধরনের মন্তব্যের জবাব দিতে ছাড়েননি। কিছু সিনেমার পোস্টার শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ''আমি জানতে খুব আগ্রহী, পরিচালক যখন সিনেমার পোস্টারে নায়কদের ছোট আন্ডারওয়্যারে তুলে ধরেন, চাড্ডি পরে থাকতে দেখান, সেগুলো কি আপনার চোখ এড়িয়ে যায়? তখন তো সেই বিষয়গুলি আপনাদের বেশ কুল লাগে। আর মেয়েদের অন্তর্বাস বেরিয়ে থাকলেই যত কৌতুহল। এখানে কোনও গল্প নেই, এটা স্বাভাবিক একটা ঘটনা।''

স্বস্তিকার জবাবের পরও অবশ্য ওই নেটিজেন থামেননি, তিনি পাল্টা লিখেছেন, ''হ্যাঁ, এটা একটা সাধারণ বিষয় সেটা জানি। দেশি বয়েজে ওই দুই পুরুষ চরিত্রই মেইল স্ট্রিপার্সের ভূমিকায় ছিলেন। সেকারণেই পোস্টারে তাঁদের এভাবে দেখানো হয়েছিল। আমি জানতে চেয়েছি পোস্টারের সঙ্গে গল্পের কোনও যোগ রয়েছে কিনা? য়াক সেটা ৩ সেপ্টেম্বরই জানতে পারবো।''

স্বস্তিকা পাল্টা লিখেছেন, '' স্ট্রাইপারদের অন্তর্বাস দেখানো ন্যায়সঙ্গত, বক্সার, বিদ্রোহীদের চাড্ডি দেখানোও ন্যায়সঙ্গত, মহিলাদের ব্রা-এর স্ট্রাপ দেখা গেলেই সমর্থন থাকা প্রয়োজন। গল্পের বিষয়বস্তু, পরিচালকের অভিপ্রায়, প্লট সবকিছুতেই এই ব্রা স্ট্রাপ দেখানোর কারণ স্পষ্ট করে দেওয়া উচিত। কেন? ''

 ওই নেটিজেন অবশ্য পরে স্বস্তিকার উদ্দেশ্যে লেখেন, ট্রোল করা কিংবা অসম্মান করা তাঁর উদ্দেশ্য ছিল না। স্বস্তিকার সাম্প্রতিক কালের কাজের দিকে তাকিয়ে এটা কোনও অন্য ধরনের ছবি কিনা জানতে চেয়েছিলেন। তাঁর উত্তরে স্বস্তিকাও পাল্টা লিখেছেন, তিনিও দাবি করছেন না, যে তাঁকে অপমান করা হয়েছে, বা ট্রোল করা হয়েছে। অভিনেত্রীর কথায়, অবশ্যই এটা অন্যরকম কিছু হবে। পাশাপাশি হাসিমুখে ওই ব্যক্তিকে ধন্যবাদ জানাতেও ভোলেননি অভিনেত্রী। স্বস্তিকার কথায়, ওই ব্যক্তি অন্তর্বাস নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তাই তিনি বলেছেন। হরর ছবি, কমেডি কি মহিলাদের অন্তর্বাস কখনও দেখানো হয়নি, তার পিছনে কী কারণ থাকে? এ প্রশ্নও ছুঁড়ি দিয়েছেন স্বস্তিকা।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link