Tahsan Khan Marriage: বিয়ে করেছেন তাহসান, ফোটো ভাইরাল হতেই তোলপাড়! গায়কের দাবি...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দ্বিতীয়বার বিয়ে করলেন জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খান। বছরের শুরুতেই খবরে চমকে গিয়েছে তাহসানের ভক্ত-অনুরাগীরা।
শনিবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় তাহসান ও রোজার গায়ে হলুদের একাধিক ছবি ভাইরাল হয়। তাতে নেটিজেনরা এই নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন। বিশেষ করে, রোজাকে তাহসানের সঙ্গে দেখে অত্যন্ত আপ্লুত তাদের অনুরাগীরা।
পাত্রীর নাম রোজা আহমেদ। নিউইয়র্ক ইউনিভার্সিটিতে পড়াশোনার পর বাংলাদেশ এবং আমেরিকায় প্রায় ১০ বছর ধরে কাজ করছেন ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে।
যদিও তাহসান জানিয়েছেন, ''আমি এখনও বিয়ে করিনি। কোনও আনুষ্ঠানিক অনুষ্ঠান হয়নি। ছবিগুলো একটি ছোট ব্যক্তিগত জমায়েতের সময় তোলা হয়েছে। আমি শনিবার সন্ধ্যায় আরও বিস্তারিত শেয়ার করব।”
প্রসঙ্গত, ২০০৬ সালের ৭ আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান ও মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান নামের কন্যাসন্তান। ২০১৭ সালে তাদের বিচ্ছেদ ঘটে।